Solution
Correct Answer: Option B
• বাংলার নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্য নাটক চারটি ।
• সেগুলো হলো - চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা ও শ্রাবণ-গাথা।
• এ সকল সাহিত্যকর্মের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে - নাটকের বিষয়বস্তু পুরোপুরি নৃত্য ও সঙ্গীত নির্ভর।