রবীন্দ্রনাথের নৃত্য নাটক-

A চিরকুমার সভা

B চিত্রাঙ্গদা

C রাজা ও রাণী

D রক্তকরবী

Solution

Correct Answer: Option B

• বাংলার নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্য নাটক চারটি ।
• সেগুলো হলো - চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা ও শ্রাবণ-গাথা।
•  এ সকল সাহিত্যকর্মের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে - নাটকের বিষয়বস্তু পুরোপুরি নৃত্য ও সঙ্গীত নির্ভর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions