একটি  50 লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40  মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব (মিটারে) কত?
 

A 10  

B 30 

C 20 

D 25 

Solution

Correct Answer: Option B



ধরি,মইয়ের অপর প্রান্ত  x দূরে অবস্থিত ।
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
x2+402=502
or,x2=2500-1600
or,x2=900
∴  x=30

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions