মকবুল সাহেব ৬% হারে X টাকা ও ৪% হারে Y টাকা ঋণ নিলেন। তিনি মোট ৫৬০০০ টাকা ঋণ নিলেন। বছর শেষে ২৮৪০ টাকা মুনাফা দিলেন। X = ? এবং Y = ?
Solution
Correct Answer: Option D
৬% হার মুনাফায় X টাকার বার্ষিক মুনাফা = X × ১ × ৬/১০০ = ৬X/১০০ টাকা
৪% হার মুনাফায় Y টাকার বার্ষিক মুনাফা = Y × ১ × ৪/১০০ = ৪Y/১০০ টাকা
প্রশ্নানুসারে, X + Y = ৫৬০০০ ------ (i)
৬X/১০০ + ৪Y/১০০ = ২৮৪০
বা, ৬X + ৪Y = ২৮৪০০০ ---- (ii)
সমীকরণ (i) ও (ii) সমাধান করে পাই,
X = ৩০,০০০ এবং Y = ২৬,০০০