সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক। সব্যসাচী অর্থ যার দুই হাত সমানভাবে চলে। সাতিহ্যের সকল শাখায় সমানভাবে যে লেখকের পদচারণা রয়েছে তিনিই সব্যসাচী লেখক। অন্যান্য সব্যসাচী লেখক হলেন- রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু।
তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- নিষিদ্ধ লোবান ও
- নীল দংশন।
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্যঃ - পায়ের আওয়াজ পাওয়া যায়।