"কাঁটাতারে প্রজাপতি" কীসের প্রেক্ষাপটে রচিত? 

A তেভাগা আন্দোলন 

B মুক্তিযুদ্ধ 

C দেশভাগ 

D চা বাগানের কাহিনি 

Solution

Correct Answer: Option A

"কাঁটাতারে প্রজাপতি"- উপন্যাসটির লেখক সেলিনা হোসেন। এটি ১৯৮৯ সালে প্রকাশিত হয়। নাচোলের তেভাগা আন্দোলন ও তার নেত্রী ইলা মিত্রকে নিয়ে লেখা ইতিহাস নির্ভর জীবনী উপন্যাস এটি।
অন্যান্য উপনাসের মধ্যে:
- জলোচ্ছ্বাস,
- হাঙর নদী গ্রেনেড,
- যাপিত জীবন,
- নীল ময়ূরের যৌবন উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions