বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বাণিজ্য জাহাজ ‘এমভি আনসু’ কোন দেশে রপ্তানি হয়েছে?
A জাপান
B ফ্রান্স
C ডেনমার্ক
D জার্মানি
Solution
Correct Answer: Option D
২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ 'স্টেলা মারিস' রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রফতানির স্বর্ণদ্বার উন্মোচন করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেড। এবার বাংলাদেশে তৈরি সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ 'এমভি আনসু' আনুষ্ঠানিকভাবে জার্মানিতে রপ্তানি করা হয়েছে।