কোন চুক্তির মাধ্যমে ভূটান বাংলাদেশের ১০০ টি পণ্যে জিএসপি সুবিধা দিবে?
A JEC
B PTA
C TICFA
D ACCORD
Solution
Correct Answer: Option B
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি
বিশ্বের অন্য কোন দেশের সঙ্গে করা এটাই বাংলাদেশের প্রথম অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা পিটিএ। ভূটানের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি হওয়ায় বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধা পাবে আর ভূটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।