'আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Solution
Correct Answer: Option D
- হুমায়ুন আজাদ একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকার, কিশোরসাহিত্যিক, গবেষক, এবং অধ্যাপক ছিলেন।
- বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্ম।
- ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর তিনি হুমায়ুন কবির নাম পরিবর্তর করে বর্তমান হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য অলৌকিক ইস্টিমার এবং প্রবন্ধগ্রন্থ রবীন্দ্রপ্রবন্ধ: রাষ্ট্র ও সমাজচিন্তা।
- ১৯৮৩ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ জ্বলো চিতাবাঘ।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহঃ
- যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল (১৯৮৭),
- আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে (১৯৯০),
- কাব্যসংগ্রহ (১৯৯৮),
- কাফনে মোড়া অশ্রুবিন্দু (১৯৯৮)।