বাংলাদেশে সবজি চাষের জন্যে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? 

A হাইড্রোপনিক পদ্ধতি

B ধাপ পদ্ধতি

C মালচিং পদ্ধতি

D চারা উৎপাদন পদ্ধতি

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশের অধিকাংশ এলাকাই জলাবদ্ধপ্রবন।
- এই ধরনের এলাকায় সাধারণত কোনো ধরনের ফসল ফলানো যায় না।
- এমন এলাকার জন্য সবচেয়ে ভাল হল ভাসমান পদ্ধতিতে সবজি চাষ।
- ভাসমান এ পদ্ধতিকে তারা স্থানীয় ভাষায় বলে ধাপ পদ্ধতি বা বেড় পদ্ধতি।
- পানিতে ভাসমান বলে ভাসমান পদ্ধতি। আর কচুরিপানা টেপাপানা দিয়ে ধাপে ধাপে এ কাজটি সাজানো হয় বলে ধাপ পদ্ধতিও।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions