'সমকাল' পত্রিকা কবে প্রকাশিত হয়?

A ১৯৪৭

B ১৮৪৭

C ১৮৫৭

D ১৯৫৭

Solution

Correct Answer: Option D

- 'সমকাল' (১৯৫৭) পত্রিকাটি সম্পাদনা করেন সিকান্দর আবু জাফর ।

• কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদক: 
- সাপ্তাহিক ‘বেগম ’ পত্রিকার সম্পাদক : নুরজাহান বেগম । প্রকাশ ১৯৪৭।
- ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা  : শিখা, ক্রান্তি, প্রগতি, লোকায়ত
- কাজী নজরুলের পত্রিকা  : ধূমকেতু , লাঙ্গল , নবযুগ।
- সওগাত পত্রিকার সম্পাদক  : মোহাম্মদ নাসিরউদ্দিন। 
- বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক  : বঙ্কিম ( ১৮৭২)। 
- তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক : অক্ষয়কুমার দত্ত( ১৮৪৩)। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions