উদ্ভিদ বায়ু থেকে কোন দুইটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান গ্রহণ করে?

A নাইট্রোজেন ও হাইড্রোজেন

B কার্বন ও অক্সিজেন

C ফসফরাস ও পটাশিয়াম

D ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম

Solution

Correct Answer: Option B

- উদ্ভিদ বায়ু থেকে প্রধানত কার্বন ডাই-অক্সাইড (CO₂) গ্রহণ করে, যার থেকে কার্বন (C) নেয়; এছাড়া বায়ুতে উপস্থিত অক্সিজেন (O₂) শ্বাসক্রিয়ায় ব্যবহৃত হয়।
- হাইড্রোজেন আসে পানি (H₂O) থেকে, আর অন্যান্য মিনারেল পুষ্টি মাটি/দ্রবণ থেকে শিকড়ের মাধ্যমে গ্রহণ করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions