Solution
Correct Answer: Option D
- বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র দিকদর্শন ১৮১৮ সালে প্রকাশিত হয়।
- সম্পাদক>জন ক্লার্ক মার্শম্যান।
- দিকদর্শনের মোট ২৬টি সংখ্যা প্রকাশিত হয়। ১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
- দিকদর্শন প্রকাশিত হওয়ার একমাস পর (২৩ মে, ১৮১৮) জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় সমাচার দর্পণ সাময়িকী।