Solution
Correct Answer: Option A
বিংশ শতাব্দীর অন্যতম প্রতিভাশালী কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক T.S. Eliot- এর বিখ্যাত কবিতা The waste Land (1922) । কবিতাটির জন্য তিনি ১৯৪৮ সালে সাহিত্য নোবেল পুরষ্কার পান । কবিতাটিতে প্রথম বিশ্বযুদ্ধোত্তর বিরান, নৈরাশ্যবাদী, তামসিক পৃথিবীর কাহিনী এবং তৎকালীন আত্নসংকট থেকে উত্তরণের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে । তাঁর অন্য কবিতাগুলো হলো- The Gerontion, The Love Song of J. Alred Prufrock ।