Solution
Correct Answer: Option A
- রাইচরন' রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'খোকাবাবুর প্রত্যাবর্তন' এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
- তিনি অনুকূল বাবুদের বাড়িতে কাজ করতে আসেন এবং ছোট্ট অনুকূল বাবুকে দেখাশোনা করাই রাইচরণ এর একমাত্র কাজ।
সাহিত্য - চরিত্র:
খোকাবাবুর প্রত্যাবর্তন - রাইচরণ, অনুকূলবাবু
শাস্তি - চন্দরা, দুখিরাম, ছিদাম
সধবার একাদশী - অটল, কাঞ্চন, নিমচাদ
একরাত্রি - সুরবালা