মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?

A ওয়াল্ট হুইটম্যান

B অ্যালেন গিনসবার্গ

C উইলিয়াম কার্লোস উইলিয়াম

D রবার্ট ফ্রস্ট

Solution

Correct Answer: Option B

- বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ১৪-১৬ নভেম্বর, ১৯৭১ সালে ভারতের বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে বাংলাদেশের যশোর সীমান্ত এলাকার আশেপাশে অবস্থিত উদ্বাস্তু শরণার্থী শিবিরগুলোয় অবস্থানরত মানুষের দুঃখ-দুর্দশা দেখে ব্যথিত হয়ে ১৫২ লাইনের একটি কবিতা রচনা করেন, যা "September on the Jessore Road" নামে পরিচিত।
- পরবর্তীতে বব ডিলান এই কবিতাকে গানে রূপ দেন।
- কবিতার কয়েকটি লাইন- Millions of Souls, nineteen seventy one, Homeless on Jessore road under grey sun....

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions