কোন মূলধন ৩ বছরে সরল সুদে-মূলে ১১০০০ টাকা হয়।সুদ আসলের তিন অষ্টমাংশ হলে আসল ও সুদের হার নির্নয় করুন।
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে, সুদ আসলের ৩/৮ অংশ
অর্থাৎ আসল ৮ টাকা হলে সুদ ৩ টাকা
এবং সুদাসল (৮+৩) টাকা বা ১১ টাকা
এখন,সুদাসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ৮/১১
সুদাসল ১১০০০ টাকা হলে আসল (৮×১১০০০)/১১
=৮০০০ টাকা
৩ বছরের সুদ =(১১০০০-৮০০০) টাকা
=৩০০০ টাকা
সুদের হার =(সুদ×১০০)/(আসল×সময়)
= (৩০০০×১০০)/(৮০০০×৩)
=২৫/২%