‘কাদম্বিনী’ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের?
Solution
Correct Answer: Option C
জীবিত ও মৃত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটগল্প। কল্পিত এ গল্পে কাদম্বরি নামে একটি নারী চরিত্র রয়েছে। কাদম্বরিকে মৃত ভেবে শ্মশানে পোড়াতে নিয়ে গিয়ে ফেলে আসা হয়। জীবিত কাদম্বরি ফিরে এলে পরিবারের লোকেরা তাকে মেনে নিতে পারে না। ভুত মনে করে তাড়িয়ে দিতে চায়। আতঙ্কিত হয়। মনের দুঃখে কাদম্বরি পরে আত্মহত্যা করে। তখন সবাই বুঝতে পারে যে, আগে সে মরেনি, এবারই সে মরলো। গল্পের উপসংহারে তাই এরকম একটি বাক্য লেখা হয়েছে : কাদম্বরি মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।