রক্তের কোন উপাদানটি রোগ জীবাণু ধ্বংস করে?

A লোহিত রক্তকণিকা

B অনুচক্রিকা

C রক্তরস

D শ্বেত রক্তকণিকা

Solution

Correct Answer: Option D

- শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান উপাদান হিসেবে কাজ করে।
- এদের প্রধান কাজ হলো দেহে প্রবেশকারী ক্ষতিকর রোগ-জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাককে ধ্বংস করা।
- শ্বেত রক্তকণিকা 'ফ্যাগোসাইটোসিস' প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে ফেলে, তাই এদেরকে 'দেহের প্রহরী' বা 'সৈনিক' বলা হয়।

অন্যদিকে,
- লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো অক্সিজেন পরিবহন করা।
- অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে এবং রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে।
- রক্তরস হলো রক্তের তরল অংশ যা রক্তকণিকা ও অন্যান্য পদার্থ বহন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions