Solution
Correct Answer: Option A
- রক্তরস বা প্লাজমার প্রধান উপাদান হলো পানি, যা এর প্রায় ৯০-৯২ শতাংশ গঠন করে।
- রক্তরস হলো রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ, যা রক্তের মোট আয়তনের প্রায় ৫৫ শতাংশ।
- এই পানিতেই রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে এবং সারা দেহে বাহিত হয়।
- পানি ছাড়াও রক্তরসে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ যেমন প্রোটিন, গ্লুকোজ, খনিজ লবণ, হরমোন ইত্যাদি দ্রবীভূত থাকে।