Solution
Correct Answer: Option A
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনী 'রাশিয়ার চিঠি' (১৯৩১)।
- প্রায় ৭০ বছর বয়সে ১৯৩০ সালে (১১ থেকে ২৫ সেপ্টেম্বর) রবীন্দ্রনাথ ঠাকুর সোভিয়েত ইউনিয়নের 'বৈদেশিক সাংস্কৃতিক যোগাযোগ সংস্থা (ভকস) কর্তৃক আমন্ত্রিত হয়ে রাশিয়া ভ্রমণ করেছিলেন।
- সেই ভ্রমণের অভিজ্ঞতা বিভিন্ন জনকে লেখা চিঠিতে এবং বিভিন্ন প্রবন্ধে তিনি তুলে ধরেছিলেন।
- সেইসবের সংকলন গ্রন্থাকারে 'রাশিয়ার চিঠি' নামে প্রকাশিত হয়।
- এটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হলে ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে।
• তাঁর রচিত অন্যান্য ভ্রমণকাহিনী:
- 'য়ুরোপ প্রবাসীর পত্র (১৮৮১),
- 'য়ুরোপ প্রবাসীর ডায়রি' (১৮৯১),
- 'জাভা যাত্রীর পত্র (১৯২৯),
- 'জাপান যাত্রী' (১৯১৯),
- 'পারস্যে' (১৯৩৬)।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- চৈতালী
- কল্পনা
- ক্ষণিকা
- গীতাঞ্জলি
- বলাকা
- পূরবী
- পুনশ্চ
- পত্রপুট
- সেঁজুতি
- শেষলেখা।
• তাঁর রচিত উপন্যাসঃ
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ।