মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থে হযরত ইউসুফ (আঃ) এর জীবনী বর্ণিত হয়েছে?
Solution
Correct Answer: Option A
- মীর মশাররফ হোসেনের 'সঙ্গীত লহরী' গ্রন্থেই হযরত ইউসুফ (আঃ) এর জীবনী বর্ণিত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কাব্যগ্রন্থ যেখানে কবি হযরত ইউসুফ (আঃ) এর জীবনের বিভিন্ন ঘটনা, তাঁর জীবন সংগ্রাম এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের কাহিনী তুলে ধরেছেন।
- 'বিষাদ সিন্ধু' গ্রন্থটি কারবালার যুদ্ধ ও হযরত হোসেন (রাঃ) এর শাহাদাতের ঘটনা নিয়ে রচিত।
-মীর মশাররফ হোসেন একজন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা।
-তাঁর ছদ্মনাম 'গাজী মিয়া'।
-তিনি 'বিষাদসিন্ধু' নামক ঐতিহাসিক উপন্যাস রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন।
-তাঁর রচিত প্রথম গ্রন্থ 'রত্নবতী'। এটি বাঙালি মুসলমান রচিত প্রথম উপন্যাস।