শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' কোন পটভূমিতে রচিত?
Solution
Correct Answer: Option B
শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' (১৯৬৫) বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কালজয়ী উপন্যাস। এই উপন্যাসের পটভূমি অত্যন্ত বিস্তৃত। এতে বাংলাদেশের গ্রামীণ সমাজব্যবস্থা, ভূমিনির্ভর সামন্ততন্ত্রের ভাঙন, ক্ষয়িষ্ণু অভিজাত শ্রেণির পতনের চিত্র এবং মধ্যবিত্ত শ্রেণির মানসিক গঠনের ইতিহাস বর্ণিত হয়েছে। তবে উপন্যাসের মূল উপজীব্য বিষয় হিসেবে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের উত্তাল সময়কাল এতে প্রতিফলিত হয়েছে। উপন্যাসটি দুটি আলাদা খণ্ডে রচিত হলেও এর কাহিনি-ধারাবাহিকতা অটুট। প্রথম খণ্ডে মূলত সামাজিক বিবর্তন ও দ্বিতীয় খণ্ডে রাজনৈতিক সচেতনতা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
- শহীদুল্লা কায়সারের প্রকৃত নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লা।
- তিনি ছিলেন একাধারে লেখক ও বুদ্ধিজীবী। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর আলবদর বাহিনীর লোকেরা তাঁকে বাসা থেকে ধরে নিয়ে যায় এবং তিনি আর ফিরে আসেননি।
- 'সংশপ্তক' উপন্যাস অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনে একই নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটক নির্মিত হয়, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
- শহীদুল্লা কায়সার ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৩ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন।
• শহীদুল্লা কায়সার রচিত উপন্যাসসমূহ:
- সারেং বৌ (১৯৬২)
- সংশপ্তক (১৯৬৫)
- কৃষ্ণচূড়া মেঘ
- তিমির বলয়
- দিগন্তে ফুলের আগুন
- সমুদ্র ও তৃষ্ণা
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
• জেনে রাখা ভালো:
- তার বিখ্যাত 'সারেং বৌ' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং এটি অত্যন্ত জনপ্রিয় একটি চলচ্চিত্র।
- তাঁর কন্যা শমী কায়সার একজন বিখ্যাত অভিনেত্রী এবং পুত্র অমিতাভ কায়সার। জহির রায়হান ছিলেন তাঁর ভাই।