সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি কখন প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option D
বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম ১৯২৬ সালের ১৫ই আগস্ট।
-তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত ঊনশিয়া গ্রামে।
তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- ছাড়পত্র (১৯৪৮),
- পূর্বাভাস (১৯৫০),
- মিঠেকড়া (১৯৫১),
- অভিযান (১৯৫৩),
- ঘুম নেই (১৯৫৪),
- হরতাল (১৯৬২),
- গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।
- মাত্র ২১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।