শহীদুল্লা কায়সারের 'সারেং বৌ' উপন্যাসের প্রধান চরিত্রের নাম কী?
Solution
Correct Answer: Option B
- শহীদুল্লা কায়সারের 'সারেং বৌ' উপন্যাসের কেন্দ্রীয় এবং প্রধান চরিত্র হলো 'নবিতুন'।
- উপন্যাসের নামকরণ 'সারেং বৌ' মূলত নবিতুনকেই নির্দেশ করে, যিনি একজন সারেং-এর স্ত্রী।
- কদম সারেং উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র এবং নবিতুনের স্বামী।
- কিন্তু উপন্যাসের মূল কাহিনী নবিতুনের জীবন সংগ্রাম, ত্যাগ এবং অপেক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস:
- সারেং বৌ,
- সংশপ্তক,
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)।