Solution
Correct Answer: Option D
- ডিরোজিও সম্পাদিত পত্রিকার নাম হলো 'পার্থেনন' (The Parthenon)।
- তিনি এবং তাঁর অনুগামী ছাত্রদের নিয়ে 'ইয়ং বেঙ্গল' বা 'নব্যবঙ্গ' নামে একটি গোষ্ঠী গড়ে তোলেন।
- এই গোষ্ঠী প্রচলিত কুসংস্কার ও সামাজিক প্রথার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটাত।
- 'পার্থেনন' ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র, যা ১৮৩০ সালে প্রকাশিত হয়।
- এই পত্রিকায় নারীশিক্ষা, কুসংস্কারের বিরোধিতা এবং বিভিন্ন সামাজিক সংস্কারমূলক লেখা প্রকাশিত হতো।
- তবে, পত্রিকার র্যাডিকাল মতামতের কারণে হিন্দু কলেজ কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয় এবং চাপের মুখে এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।