'উর্বশী ও আর্টেমিস' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

A সুধীন্দ্রনাথ দত্ত

B বিষ্ণু দে

C অমিয় চক্রবর্তী

D বুদ্ধদেব বসু

Solution

Correct Answer: Option A

- 'উর্বশী ও আর্টেমিস' কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন প্রখ্যাত কবি বিষ্ণু দে।
- এটি তাঁর অন্যতম বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, যা ১৯৩৩ সালে প্রকাশিত হয়েছিল।
- বিষ্ণু দে ছিলেন বাংলা সাহিত্যের 'পঞ্চপাণ্ডব' নামে পরিচিত পাঁচজন প্রধান আধুনিক কবির একজন।
- এই কাব্যগ্রন্থে তিনি প্রাচ্যের পৌরাণিক চরিত্র 'উর্বশী' এবং পাশ্চাত্যের দেবী 'আর্টেমিস'-এর মিথকে আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন।
- তিনি তাঁর 'স্মৃতি সত্তা ভবিষ্যৎ' কাব্যগ্রন্থের জন্য ১৯৭১ সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন।
- অপশনে থাকা সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী এবং বুদ্ধদেব বসুও 'পঞ্চপাণ্ডব'-এর অন্তর্ভুক্ত এবং বাংলা সাহিত্যের দিকপাল কবি।

বিষ্ণু দে রচিত কাব্যগ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ,
- সাত ভাই চম্পা,
- সেই অন্ধকার চাই,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ,
- রবিকরোজ্জ্বল নিজদেশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions