একটি পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ঃ৬ হলে, লাভের হার কত?
Solution
Correct Answer: Option C
ধরি,
ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য যথাক্রমে ৫a, ৬a
∴ লাভ = ৬a - ৫a = a
ক্রয়মূল্য ৫a তে লাভ হয় a
ক্রয়মূল্য ১ তে লাভ হয় a/৫a
ক্রয়মূল্য ১০০ তে লাভ হয় (a × ১০০)/৫a
∴ লাভের হার = ২০%