'অতি অল্প হইল','আবার অতি অল্প হইল' ইত্যাদি গ্রন্থগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নামে প্রকাশ করেন?

A চন্দ্র

B কস্যচিৎ উপযুক্ত সহচরপোষ্য

C বিদ্যাসাগর

D কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য

Solution

Correct Answer: Option D

অতি অল্প হইল','আবার অতি অল্প হইল','ব্রজবিলাস', বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী','রত্ন পরীক্ষা' এই পাঁচটি বেনামি রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের । অতি অল্প হইল','আবার অতি অল্প হইল', 'ব্রজবিলাস' গ্রন্থগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য" নামে প্রথম রচনা করেন। "রত্নপরীক্ষা" গ্রন্থটি লিখেন 'কস্যচিৎ উপযুক্ত ভাইপো-সহচরস্য' ছদ্মনামে।

(১৩৯, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, ২০২০)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions