Solution
Correct Answer: Option A
- মঙ্গলগ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী।
- সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কি.মি.। এর ব্যাস ৬, ৭৮৭ কি.মি.।
- সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহের সময় লাগে ৬৮৭ দিন।
- মঙ্গল গ্রহে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে।
- মঙ্গল গ্রহকে লাল গ্রহ আর পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।