দু'টি প্যান্টের প্রতিটি ৯৯০ টাকা করে বিক্রি করায় ১ম টিতে ১০% লাভ এবং ২য় টিতে ১০% ক্ষতি হলে, মোটের উপর লাভ বা ক্ষতি কত টাকা?

A ১০ টাকা ক্ষতি।

B ১০ টাকা লাভ।

C ২০ টাকা ক্ষতি।

D ২০ টাকা লাভ।

Solution

Correct Answer: Option C

১০% লাভে ১ম প্যান্টের বিক্রয়মূল্য ৯৯০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৯০)/১১০
= ৯০০ টাকা
১০% ক্ষতিতে ২য় প্যান্টের বিক্রয়মূল্য ৯৯০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৯০)/৯০
= ১১০০ টাকা
∴ মোট ক্রয়মূল্য = ৯০০ + ১১০০ = ২০০০ টাকা
মোট বিক্রয় মূল্য = ৯৯০ + ৯৯০ = ১৯৮০ টাকা।
∴ ক্ষতি = ২০০০ - ১৯৮০ = ২০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions