লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?
A হনুমান
B চিতল হরিণ
C ভুবন চিল
D উল্লুক
Solution
Correct Answer: Option D
লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। এই বনটি বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য বিখ্যাত।