‘ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়’ বাক্যে ‘ভেড়া দিয়ে’ কোন কারক?
Solution
Correct Answer: Option D
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত ‘দ্বারা’ ‘দিয়ে’ ‘কতৃক’ ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়। করণ কারক বাক্যে যন্ত্র, মাধ্যম, উপায় বা উপকরণকে নির্দেশ করে।
যেমন-
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
- বিভক্তি দ্বারাও করণ কারক প্রকাশ পায়। যেমন: "কাঠের" (কাঠ + এর) টেবিল।