আবদুল গাফ্‌ফার চৌধুরীর প্রথম উপন্যাস কোনটি?

A সম্রাটের ছবি

B কৃষ্ণপক্ষ 

C চন্দ্রদ্বীপের উপাখ্যান

D শেষ রজনীর চাঁদ

Solution

Correct Answer: Option C

-আব্দুল গাফফার চৌধুরী জন্মগ্রহণ করেন – ১২ ডিসেম্বর ১৯৩৪ সালে ।
-তিনি কোথায় জন্মগ্রহণ করেন – বরিশালের উলানিয়ায় ।
-তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম – ‘ডানপিটে শওকত’,যা একটি শিশুতোষ গ্রন্থ (১৯৫৩) ।
-তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম – ‘কৃষ্ণপক্ষ’ ।
-তাঁর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম – ’চন্দ্রদ্বীপের উপাখ্যান’ ।

আব্দুল গাফফার চৌধুরী এর সাহিত্যকর্ম -
-ডানপিটে শওকত (১৯৫৩)
-কৃষ্ণপক্ষ (১৯৫৯)
-সম্রাটের ছবি (১৯৫৯)
-সুন্দর হে সুন্দর (১৯৬০)
-চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০)
-নাম না জানা ভোর (১৯৬২)
-নীল যমুনা (১৯৬৪)
-শেষ রজনীর চাঁদ (১৯৬৭)
সম্পাদনা:
-বাংলাদেশ কথা কয় (১৯৭২)
-আমরা বাংলাদেশী নাকি বাঙ্গালী (১৯৯৩)
-পলাশী থেকে ধানমণ্ডি(চলচ্চিত্র) (২০০৭)
-মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস: ইতিহাসের রক্ত পলাশ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions