কোন রোগের অপর নাম টিটেনাস?
A ধনুষ্টংকার
B হুপিং কাশি
C ডিপথেরিয়া
D যক্ষ্মা
Solution
Correct Answer: Option A
- ধনুষ্টংকার রোগের ইংরেজি নাম হলো টিটেনাস (Tetanus)।
- এটি 'ক্লোস্ট্রিডিয়াম টিটানি' নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়।
- এই রোগে মাংসপেশিতে খিঁচুনি হয় এবং শরীর ধনুকের মতো বেঁকে যায়।
- একারণেই এই রোগের বাংলা নাম ধনুষ্টংকার।