কোনটি পানিবাহিত রোগ?

A হাম

B কলেরা

C ডেঙ্গু

D ইনফ্লুয়েঞ্জা

Solution

Correct Answer: Option B

- কলেরা একটি পানিবাহিত রোগ, যা 'ভিব্রিও কলেরি' নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়।
- এই ব্যাকটেরিয়া দূষিত পানি ও খাবারের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে।
- ফলে ডায়রিয়া, বমি এবং মারাত্মক পানিশূন্যতা দেখা দেয়।
- অন্যদিকে হাম ও ইনফ্লুয়েঞ্জা বায়ুবাহিত এবং ডেঙ্গু মশাবাহিত রোগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions