Solution
Correct Answer: Option D
- হুপিং কাশি 'বোর্ডেটেলা পার্টুসিস' নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি তীব্র সংক্রামক রোগ।
- এটি মূলত শ্বাসনালীর একটি রোগ, যা মারাত্মক কাশির উদ্রেক করে।
- কাশির শেষে শ্বাস নেওয়ার সময় 'হুপ' এর মতো শব্দ হয় বলে এর নাম হুপিং কাশি।
- এটি কোনো ভাইরাস, ছত্রাক বা বংশগত রোগ নয়।