কর্মবাচ্যে কর্তার সঙ্গে সাধারণত কোন অনুসর্গগুলো ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option D
কর্মবাচ্যে কর্তার সঙ্গে সাধারণত নিম্নলিখিত অনুসর্গ ব্যবহৃত হয়:
“দ্বারা”, “দ্বারা কর্তৃক”, “হতে”, “দ্বারা দ্বারা” ইত্যাদি।
কর্মবাচ্যে কাজের ওপর জোর থাকে। কর্তা সরাসরি প্রকাশিত হয় না, বরং এই ধরনের অনুসর্গের মাধ্যমে নির্দেশিত হয়।
উদাহরণ:
কর্তৃবাচ্য: ‘দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে।’
কর্মবাচ্য: ‘গৃহটি দস্যুদলের দ্বারা লুণ্ঠিত হয়েছে।’