'তোমাকে হাঁটতে হবে'—এই ভাববাচ্যের সঠিক কর্তৃবাচ্য কোনটি?
A তোমার হাঁটা উচিত
B তুমি হেঁটেছিলে
C তোমাকে হাঁটানো হবে
D তুমি হাঁটবে
Solution
Correct Answer: Option D
ভাববাচ্যে কাজের ওপর জোর দেওয়া হয় (তোমাকে হাঁটতে হবে = হাঁটার কাজ তোমার দ্বারা সম্পন্ন হবে)।
কর্তৃবাচ্যে কর্তার ওপর জোর দেওয়া হয় (তুমি = কর্তা; হাঁটবে = কাজ)।
তাহলে সঠিক রূপ → তুমি হাঁটবে।