দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার- পংক্তিতে ‘কান্তার’ শব্দের অর্থ কি?
Solution
Correct Answer: Option A
- 'কান্তার' একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি প্রত্যয় হলো- কান্ত + √ঋ + অ।
- এর অর্থ: নিবিড় বন,
- দুর্গম পথ (দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাপার)।
- 'সর্বহারা' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- ১৯২৬ খৃষ্টাব্দে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।
- সর্বহারা কাব্যগ্রন্থে ১০ টি কবিতা রয়েছে:
১. সর্বহারা
২. কৃষাণের গান
৩. শ্রমিকের গান
৪. ধীবরদের গান
৫. ছাত্রদলের গান
৬. কাণ্ডারী হুশিয়ার
৭. ফরিয়াদ
৮. আমার কৈফিয়ত
৯. প্রার্থনা
১০. গোকুল নাগ