Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের অর্থবছর শুরু হয় জুলাইতে এবং শেষ হয় পরের বছর জুনে।
- ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল এবং স্বাধীনতার পরও এ অঞ্চলে অর্থবছর জুলাই মাস থেকে শুরু করার রীতি চলে আসছে।
- দেশের শস্য উৎপাদন, রাজনৈতিক প্রক্রিয়া ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে এই সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণ করা হয়।
- জুলাই মাস বর্ষাকাল হওয়ায় কৃষকদের ফসল মাঠে থাকে, কিছু ফসল এরই মধ্যে ঘরে ওঠে।
- কৃষিপ্রধান দেশ হিসেবে এই সময়টিকে বাজেট পরিকল্পনার জন্য উপযুক্ত বিবেচনা করে অর্থবছর চালু হয়।