Solution
Correct Answer: Option A
-খুমি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-আদিতে এরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে এসে বাংলাদেশের পার্বত্য জেলাসমূহে বসবাস শুরু করে।
-এরা খামি নামেও পরিচিত। নামটির অর্থ হলো "সর্বোত্তম জাতি"।
-আরাকানীরা এদেরকে খেমি জাতি বলে অভিহিত করে থাকে।