'সকলের সাথে সমৃদ্ধির পথে' কোন পঞ্চবার্ষিকীর স্লোগান? 

A ৫ম 

B ৬ষ্ঠ

C ৭ম

D ৮ম 

Solution

Correct Answer: Option D

৮ম পঞ্চবার্ষিকীঃ
স্লোগান- 'সকলের সাথে সমৃদ্ধির পথে'
সময়কাল- জুলাই, ২০২০- জুন, ২০২৫
বাস্তবায়নে ব্যয়- ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা
কর্মসংস্থান- ১ কোটি ১৩ লাখ
জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.৫১%
মূল্যস্ফীতি হবে- ৪.৮%প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর
বিদ্যুত উৎপাদন- ৩০ হাজার মেগাওয়াট
দারিদ্রের হার- ১৫.৬%
চরম দারিদ্র- ৭.৪%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions