বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন কে?
A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B গিরিশচন্দ্র ঘোষ
C বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D ড. মুহম্মদ শহীদুল্লাহ
Solution
Correct Answer: Option A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১):
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত/পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
- সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি স্বাক্ষর করতেন ‘ঈশ্বরচন্দ্র শর্মা’ নামে।
- তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন।
- ১৮৪৭ সালে বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয়। বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।