মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি ?

A ক্রীতদাসের হাসি

B জীবন ও রাজনৈতিক বাস্তবতা

C কান্না পর্ব

D প্রদোষে প্রাকৃতজন

Solution

Correct Answer: Option B

বাঙালি লেখক শহীদুল জহির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকে ধারণ করে রচনা করেন নাতিদীর্ঘ উপনাস 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা ' । এ উপন্যাসের আলোকে সৈয়দ জামিল আহমেদ একই শিরোনামে একটি মঞ্চ নাটক তৈরি করেন .২৩ মার্চ ,২০১৯ সালে শহীদুল জহিরের মৃত্যুবার্ষিকীতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ।
- শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি' ।
- শওকত আলী সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমি নিয়ে রচনা করেন 'প্রদোষ প্রাকৃতজন ' ।
- যাত্রা শিল্পীদের নিয়ে রচিত আহমাদ মোস্তফা কামালের সামাজিক উপন্যাস 'কান্নাপর্ব ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions