একটি পাত্রে দুধের ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ পানির পরিমাণ হতে ৮ লিটার বেশি। পানির পরিমাণ কত?
Solution
Correct Answer: Option A
মনে করি,
দুধ ও পানির পরিমাণ যথাক্রমে ৫ক এবং ক
শর্তমতে,
৫ক - ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ২
পানির পরিমাণ = ২ × ১ = ২ লিটার