'মেঘনাদবধ কাব্য' কয়টি খন্ডে প্রকাশিত হয়? 

A দুই খণ্ডে 

B তিন খণ্ডে

C চার খণ্ডে 

D পাঁচ খণ্ডে 

Solution

Correct Answer: Option A

মেঘনাদবধ কাব্য ১৯-শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য।
- এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়।
- কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত।
- মেঘনাদবধ কাব্য হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত। ‘মেঘনাদবধ কাব্য’ ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু।
- মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions