মধুসূদন দত্তের সাহিত্যকর্মে নারী চরিত্রের চিত্রায়ণে কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
A নারীদের বিনয় ও আনুগত্য
B নারীদের ধর্মীয় চেতনা
C নারীদের বিদ্রোহ ও আত্মসচেতনতা
D নারীদের পারিবারিক ভূমি
Solution
Correct Answer: Option C
মধুসূদনের কাব্যে এক ধরনের নারীবিদ্রোহের সুর লক্ষ্য করা যায়। তাঁর 'বীরাঙ্গনা' (১৮৬২) পত্রকাব্যে জনা, কৈকেয়ী, তারা প্রমুখ পৌরাণিক নারী চরিত্ররা স্বামী বা প্রেমিকদের কাছে নিজেদের কামনা-বাসনা ও চাওয়া-পাওয়ার কথা নির্ভীকচিত্তে প্রকাশ করে। এই চিত্রায়ণ যুগ যুগ ধরে বঞ্চিত, অবহেলিত, আত্ম সুখ-দুঃখ প্রকাশে অনভ্যস্ত ও ভীত ভারতীয় নারীদের আত্মসচেতন ও প্রতিবাদী হয়ে ওঠার প্রতীক হিসেবে কাজ করে, যা তৎকালীন সমাজে নারী জাগরণের সূচনা নির্দেশ করে।