‘কোথাও তাকে খুজে পাচ্ছিনা।’- বাক্যে ‘কোথাও’ কোন পদ?
Solution
Correct Answer: Option A
অনির্দিষ্ট বা পরিচয়বিহীন কিছু বুঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন- কোথাও, কেউ, কিছু, একজন ইত্যাদি।
যেমনঃ কোথাও তাকে খুজে পাচ্ছিনা, এখানে কেউ নেই, আমার কিছু বলার নেই ইত্যাদি।