৫২ খানা তাস হতে সবগুলো ছবিযুক্ত তাস বের করে দৈবভাবে নির্বাচন করে একটি তাস নেয়া হলে তাসটি কালো না হবার সম্ভাবনা কত?
Solution
Correct Answer: Option B
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = ২৬টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাস ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।
ছবিযুক্ত তাস বের করলে মোট তাস থাকে = ৫২ - ১২ = ৪০
তাসটি কালো হবার সম্ভাবনা = ২৬/৪০ = ১৩/২০
∴ তাসটি কালো না হবার সম্ভাবনা = ১ - (১৩/২০) = ৭/২০