নিচের কোনটি ফারসি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ নয়?

A সেলামী

B বাবুগিরি

C মানানসই

D কেরানিগিরি

Solution

Correct Answer: Option A

সেলামী শব্দের সাথে যথাক্রমে ঈ, এ, ঈ বাংলা তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়েছে।

বাংলা ভাষায় বেশকিছু ফারসি তদ্ধিত প্রত্যয় রয়েছে এগুলো হলো- গিরি = বাবুগিরি, কেরানিগিরি ইত্যাদি। গর = কারিগর, বাজিগর। সই = মানানসই, টেকসই।খোর = সুদখোর, আফিমখোর ইত্যাদি। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions